About Me

মনের গুপ্তচর, প্রাক্তন


শিরোনামঃ মনের গুপ্তচর
কন্ঠঃ অনিন্দ্য চ্যাটার্জি
কথাঃ অনিন্দ্য চ্যাটার্জি
সুরঃ অনিন্দ্য চ্যাটার্জি
মুভিঃ প্রাক্তন


আমার সাথে তোমার কথা নেই জানি
তবু তোমার সাথে আমার কথা আছে
তোমার পাশে আমার ছায়া নেই জানি
তবু আমার ছায়া তোমার ধরে কাছে
আমার প্রতি তোমার টান নেই জানি
তাই আমার ঘরে তোমার টানাটানি
তোমার দেশে আমার ভিসা নেই জানি
তাই দেখা হলেই চূড়ান্ত সাবধানী
জুটে গেছে সব কি অসম্ভব এই এখানে
মুখের রেখা যায়না বোঝা এক্সপ্রেশন-এ
হয়েছে যা হোক গরম চা হোক নেক্সট স্টেশন-এ

জানি না কি ঘটবে যে এর পর
কোথায় যে কার ঘর, এ ম্যাজিক সফর
কে আপন কে পর, জানে মনের গুপ্তচর

তোমার ট্রেন-এ আমার টিকেট নেই জানি
তাই আমার জন্য বরাদ্দ R.A.C
আমার চোখে তোমার ছবি হারাই আমি
তাই কপিকল এ প্রচন্ড পাইরেসি
পিছিয়ে পড়লে হাতটা ধরতে পা চালিও
বেবাক দর্শক মারছে শিটি হাত তালিও
দুর্ঘটনা নিতান্তই কাকতালীয়

জানিনা কি কপালে যে এর পর
কোথায় যে কার ঘর, এ ম্যাজিক সফর
কে আপন কে পর, জানে মনের গুপ্তচর

গান হাসি আড্ডা-আর এই কামরা
সন পাপড়ি চা আর মিষ্টি পান
মন টানলে এখনো হয় টেনশন
আর চেন টানলে অবাক ইস্টিশন
পিছিয়ে পড়লে হাতটা ধরতে পা চালিও
বেবাক দর্শক মারছে শিটি হাত তালিও
দুর্ঘটনা নিতান্তই কাকতালীয়

জানিনা কি কপালে যে এর পর
কোথায় যে কার ঘর, এ ম্যাজিক সফর
কে আপন কে পর, জানে মনের গুপ্তচরPost a Comment

0 Comments