About Me

NESHA BY ARMAN ALIF LYRICS Bengali

NESHA BY ARMAN ALIF LYRICS

Song Name : Nesha
Singer : Arman Alif
Lyrics : Arman Alif
Composition : Band Chondrobindu
Label : G Series
Release Date : Aug 20, 2018


NESHA BY ARMAN ALIF LYRICS IN BANGLA

তোমার নেশায় পইরা
আমি হইলাম দিওয়ানা,
তোমার জন্য হারায় গেলো
আমার ঠিকানা।
তোমার মতো থাকলা
তুমি খবর নিলা না,
তোমার কাজল রঙে রাঙাও
তুমি কার আঙিনা? [ ২ ] 

আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায় – নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না।থাকতে হবে তোমায়
ছাড়া কথা ছিলো না,
আজ ভেতর ঘরে ধোঁয়া থাকে,

তুমি থাকো না।
আমার লাল রঙা হৃৎপিন্ড
হইতেছে কালো,
কলিজাটা যাক পুড়ে
তবু তুমি থাকো ভালো।  [ ২ ] 

আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায় – নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না।আমি যেনো কোনদিনও
সিগারেট না ছুঁই,

বলতা তুমি করতা শাসন
লাগতো রে ভালোই।
আজ নিকোটিনে হইছে কালো
ভেতর ঘরের সব,
এখন শাসন করা মায়াবতি
কই গেলো কই? [ ২ ] 

আজ আমার ভেতর জুড়েই
শুধু নেশার বসবাস,
নেশা হাসায় – নেশাই কাঁদায়,
নাই আমি আমার।
রোজ বিকালের মতো
তোমায় আর তো দেখিনা,
আমি আমার মতোই থাকবো ভালো
খবর নিও না। [ ২ ]

Post a Comment

0 Comments